জলাশয়ে ছাড়ল গাফফি মাছ

নিউজ ডেস্ক,মালদা: মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে বদ্ধ জলাশয়গুলিতে গাফ্ফি মাছ ছাড়ার উদ্যোগ নিলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। এমনকি ডেঙ্গু , ম্যালেরিয়ার মতোন রোগ নিধনের ক্ষেত্রেও এই গাফ্ফি মাছের উপকারিতা রয়েছে। সেদিকেই লক্ষ্য রেখে মালদা শহরের বিভিন্ন এলাকার বদ্ধ জলাশয়গুলিতে গাফ্ফি মাছ ছাড়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ।
বুধবার সকালে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী উপস্থিতিতে মালদা শহরের রাজমহল রোড সংলগ্ন এলাকার একটি বদ্ধ পুকুরে কয়েকশো গাফ্ফি মাছ ছাড়া হয়।
ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর শুভময় বসু জানিয়েছেন, মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে শহরের আনাচে-কানাচে যে সব জায়গায় বদ্ধ জলাশয় রয়েছে, সেখানে ধাপে ধাপে গাফ্ফি মাছ ছাড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন পুরসভার চেয়ারম্যানের উদ্যোগে রাজমহল রোড সংলগ্ন এলাকার একটি বদ্ধ পুকুরে গাফ্ফি মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়। বর্ষার মরশুমের মধ্যে মালদা শহরের যে সব জায়গায় বদ্ধ জলাশয় রয়েছে, সেখানেই গাফ্ফি মাছ ছেড়ে মশার লার্ভা নিধন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *