জলে ডুবে শিশুর মৃত্যু রথেরহাট এলাকায়


ময়নাগুড়ি , ১৭ জুন : ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডারের রথেরহাট এলাকায় বুধবার জলে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয় । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । মৃতের পরিবার সূত্রে জানা যায় , এদিন দুপুরের দিকে বাড়ির লোকের অলক্ষ্যে শিশুটি বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে । বাড়িতে খেলতে খেলতে কখন জলে গিয়ে পড়ে বাড়ির লোকজন তা বুঝতে পারেনি । পরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে । কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা শিশুটিকে পুকুরের জলে ভেসে থাকতে দেখতে পায় । সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যান । মৃতের বাবা নিমাই মন্ডল বলেন , ‘ বাড়িতে খেলতে খেলতে কখন পুকুরে পড়ে কেউ বুঝতে পারিনি । হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।’ ময়নাগুড়ি থানা সূত্রে জানানো হয় , ঘটনার তদন্ত চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *