জল্পেশ মেলায় চারা গাছ বিলি জনকল্যাণ নার্সারির
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ৬ মার্চ : জন কল্যাণ নার্সারী এসোসিয়েশনের উদ্যোগে জল্পেশ মেলায় আগত পুণ্যার্থীদের চারা গাছ ও টিফিন বিলি করলো রবিবার। মূলত সবুজায়নকে জোর দিয়ে একটি গাছ একটি প্রাণের বার্তা নিয়েই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রবিবার জল্পেশ মেলায় এই কর্মসূচি গ্রহণ করেন জনকল্যাণ নার্সারী এসোসিয়েশনের ডুয়ার্স ইউনিট। এই এসোসিয়েশন দীর্ঘদিন থেকেই বৃক্ষের প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব নিয়ে কাজ করে এসেছেন। তাই রবিবার মেলায় আগত প্রায় দুই হাজার মানুষকে এই চারা গাছ বিলি করেন তারা। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন ময়নাগুড়ির দমকল বিভাগের ওসি কৃষ্ণ গোপাল ঘোষ, মেলার ওসি জিতেন রাওয়াত, বিশিষ্ট সমাজসেবী তথা পুলিশকর্মী রামমোহন রায়। এদিন এই বিশিষ্ট অতিথিরা ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তাদের হাত দিয়েই শুরু হয় চারা গাছ বিলি। বিভিন্ন ধরেনর চারা গাছ বিলি করা হয় এদিন।
এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে ময়নাগুড়ি দমকল বিভাগের ওসি কৃষ্ণ গোপাল ঘোষ বলেন, ” এই ধরণের উদ্যোগ অত্যন্ত ভালো কাজ। আর এই কাজে আমি নিজে হাজির থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।” বিশিষ্ট সমাজসেবী তথা পুলিশ কর্মী রামমোহন রায় বলেন, “দিন দিন অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের জীবনে গাছের যে উপকারিতা তা মানুষের বোঝা উচিত। এই সংগঠন এত সুন্দর এক উদ্যোগ নিয়েছে এর জন্য আমি তাদের সাধুবাদ জানাই।”