জল সাপ্লায়ার বলাইয়ের হাতে ওসি দেবাশীষ রায় তুলে দিলেন নতুন সাইকেল
বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা:- একটি পুরোনো সাইকেল, একটি জলের ড্রাম তারই সামনে একটি পুরোনো বোর্ড-এ আলতা দিয়ে কাঁচা হাতে লেখা “জল সাপ্লাই”।প্রতিনিয়ত এভাবে জল সরবরাহ করে নিজের জীবিকা নির্বাহ করছে কোচবিহার শহর লাগোয়া প্রত্যন্ত গ্রামের ছেলে বলাই। জানা যায়, বাড়িতে মা, স্ত্রী ও সন্তান সহ চারজনের পরিবার । বাড়ি বাড়ি জল সরবরাহ করেই পরিবারের মুখে দুবেলা অন্ন জোগাড় করে বলাই । ভদ্র, নম্র ও পরিশ্রমী ছেলেটিকে দেখে তার প্রতি শ্রদ্ধা জন্মায় ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায়ের । ওসি দেবাশীষ রায়, বলাইবাবুর কাছে তার সমস্যার কথা জানতে চাইলে বলাইবাবু জানায় সাইকেলটি তাঁর অনেক পুরোনো হয়ে, একটা নতুন সাইকেল হলে ভালো হয়। সমস্যার কথা শুনে ওসি দেবাশীষ বাবু তৎক্ষণাৎ একটি নতুন সাইকেল কিনে দেন বলাইকে এবং সাথে সাইকেলর সামনে “জল সাপ্লাই “বোর্ড টাও ভালো করে লিখে দেবার ব্যবস্থা করেন তিনি। নতুন সাইকেল পেয়ে জল সাপ্লাই করা অসহায় বলাই যেমন খুশি, তেমনি ওসি দেবাশীষ রায়ের মানবিকতা ও অসহায় মানুষের প্রতি ভালোবাসাকে সাধুবাদ জানায় এলাকা বাসী। এবিষয়ে ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায় জানান, ওঁর মতো মানুষ যেন সুখী হয় এটাই প্রার্থনা করি । ভালোবাসা ও শুভকামনা রইলো এমন বলাইদের জন্য ।