জাতীয় পতাকা উত্তোলন করে খাদ্য দ্রব্য বিতরণ হল আদিবাসী এলাকায়
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে কোচবিহার-২ নং ব্লকের পাতলাখাওয়া হাই স্কুলের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন প্রবীর মিত্র বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করার পর চলে যান পাতলাখাওয়ার আদিবাসী অধ্যুষিত গ্রামে। সেখানে সমবেত হয়েছিল হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ। তাঁদের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করলেন এবং খ্যাদ্যদ্রব্য বিতরণ করলেন তিনি।
একজন শিক্ষক সমাজকে সংস্কার করতে অতি সহজেই কিভাবে গরীব মানুষের সঙ্গে মিশে যেতে পারে তা প্রবীর বাবুকে দেখলেই বোঝা যায়। আজকের এই মহতি দিনে তিনি মানুষের সামনে ভারতের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, সুস্থ গণতন্ত্র এবং প্রজামঙ্গলের কথা তুলে ধরেন। সেইসাথে সামাজিক, আর্থিক, রাজনৈতিক ন্যায়ের কথাও আলোচনা করেন।
ভারতমাতার মাটিতে বসে সকলকে তিনি বলেন এই মাটি স্পর্শ করে আমাদের সাধারণ মানুষের শপথ নিতে হবে আমরা সংবিধান মেনে চলব। মানুষে মানুষে সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখব।
তিনি বলেন প্রধান শিক্ষক হিসেবে আমি ভীষণ খুশি যে করোনা আবহের মধ্যেই প্রজাতন্ত্র দিবসে গ্রামের সরল মানুষের সাথে সময় কাটাতে পেরে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রধান শিক্ষকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।