জাতীয় মহিলা কমিশনের সদস্যা ড. অর্চনা মজুমদার দিনহাটায় আক্রান্ত বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মনের বাড়ি পরিদর্শন করলেন
রাহুল দেব বর্মন, কোচবিহার: সোমবার দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ আসেন তিনি। গত ৬ আগস্ট দিনহাটার নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠায় জাতীয় মহিলা কমিশনের সদস্যা ড. অর্চনা মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করলেন। এদিন তিনি যুথিকা বর্মনের বাড়ি পৌঁছান এবং এই ঘটনার তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।
গত ৬ আগস্ট স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি দল যুথিকা বর্মনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপি পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। জাতীয় মহিলা কমিশন এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং ড. মজুমদারকে তদন্তের জন্য দিনহাটায় পাঠানো হয়।
ড. অর্চনা মজুমদার যুথিকার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেন।
