জাতীয় সড়কে বড় বড় গর্ত! আর এই গর্তের জেরে ভয়াবহ পথ দূর্ঘটনা!

খড়িবাড়ি,২২জুলাইঃ জাতীয় সড়কে বড় বড় গর্ত! আর এই গর্তের জেরে ভয়াবহ পথ দূর্ঘটনা! খড়িবাড়ির বাতাসীর জাতীয় সড়কে লরি ও কনটেনারের মুখোমুখি সংঘর্ষ। খড়িবাড়ির ৩২৭নং জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে শিলিগুড়ি থেকে বিহার যাচ্ছি একটি লরি, উল্টোদিকে শিলিগুড়ি যাচ্ছিল কনটেনার! জাতীয় সড়ক খারাপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও কনটেনারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় আহত হন মোট ৩জন। তবে এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ২। অপরজন একজন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি রাস্তা খারাপের জন্য এই দূর্ঘটনা! বারবার এই এলাকায় ছোটোখাটো দূর্ঘটনা ঘটে। দ্রুত রাস্তা মেরামতের দাবি স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। ভোরেই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। অন্যদিকে উদ্ধার কাজে ৩টি ক্রেন। এর জেরে বন্ধ রয়েছে বিহার ও শিলিগুড়ি যানবাহন চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *