জামালদহের রাজ্য সড়কের থেলপুর মোড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম চালক
নিউজ ডেস্ক,জামালদহ ও মেখলিগঞ্জ,২৭ জুলাইঃ মঙ্গলবার বিকেল ৩ টে নাগাদ চ্যাংড়াবান্ধা – মাথাভাঙ্গা ১২ এ রাজ্যসড়কের থেলপুর মোড় এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় দুই গাড়ির চালক। দুই চালককে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, একটি চা পাতা বোঝাই গাড়ি ও একটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকই গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। দূর্ঘটনা প্রবণ থেলপুর মোড় এলাকায় প্রায়ই দূর্ঘটনার ঘটনায় আতঙ্কিত গাড়ি চালকরা। এস্থানে নিয়মিত ভাবে ট্রাফিক পুলিশের নজরদারির দাবি জানিয়েছেন অনেকে। ট্রাফিক পুলিশ না থাকায় দ্রুতবেগে গাড়ি চালানোর ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।