জিসিপিএ এর ঐতিহাসিক শহীদ দিবস সফল করতে ময়নাগুড়িতে মিছিল
ময়নাগুড়ি, ১৮ সেপ্টেম্বর : আগামী ২০ সেপ্টেম্বর কোচবিহারের রাস মেলার মাঠে অনুষ্ঠিত হবে গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের ডাকে শহীদ দিবস। সেই সভাকে সফল করতে ময়নাগুড়িতে মিছিল করলেন সংগঠনের ময়নাগুড়ি ব্লক কমিটি। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লক কমিটির চারটি অঞ্চল নিয়ে এই মিছিল করা হয়। এদিন ময়নাগুড়ি ফুটবল ময়দান থেকে মিছিল শুরু করে গোটা শহর পরিক্রমা করে। মিছিল চলাকালীন বৃষ্টি পড়লেও বৃষ্টিকে উপেক্ষা করেই চলে মিছিল। ২০ সেপ্টেম্বরের সভা সফল করতেই এই সভা বলে জানা গিয়েছে।
