জীবন সিংহের বিবৃতি সরকারের ষড়যন্ত্র দাবি কেএলও প্রচার সচিবের
ডেস্করিপোর্টঃ কেএলও চীফ জীবন সিংহের প্রেস বিবৃতির পর কেএলওর প্রচার সচিব ডিএল কোচের প্রেস বিবৃতি প্রকাশ পাইল। চিঠিত কেএলও প্রচার সচিবের আশঙ্কা কৈলাশ কোচ’ক যেই মতন করি ৯০ দিন অত্যাচারের পর প্রকাশ্যে আনে পশ্চিমবঙ্গ সরকার, শান্তি আলোচনার বাদে অংশগ্রহণ করির যাওয়া জীবন সিংহ সদে দশ জনের দলটাক প্রায় এক মাস পর প্রকাশ্যে আনিল সরকার। ঠিক এই জাগাতে কেএলওর পাখ থাকি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাছে বুলি প্রেস বিবৃতিত উল্লেখ করা হয়। কেএলওর প্রশ্ন, শান্তি আলোচনার জন্য দশ জনের দলটাক দীর্ঘ এক মাস পর প্রকাশ্যে আনা হৈল্, এতদিন ক্যানে গোপণে থোওয়া হইসে। আজি এলাও অবদি যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর হৈল্ না, প্রশ্ন কেএলওর। কেএলওর আশঙ্কা, কৈলাশ কোচ’ক দিয়া যেমন করি সরকারের শিখি দেওয়া কাথা প্রকাশ করা হয়, একে মতন করি জীবন সিংহ ডাঙোরিয়াক সরকারের শ্রুতলিপি মত উমুরা ভালে আছে বুলি আরো আলোচনা প্রক্রিয়া ঠিকঠাকে আগবাড়ে যাছে বুলি কোওয়া হৈল্?
প্রেস বিবৃতির শ্যাষ’ত কেএলওর প্রচার সচিব ডিএল কোচ জানান, ভারত সরকার কেএলওর সাথে শান্তি আলোচনা করির চাইলে অতি শীঘ্ৰ পশ্চিমবঙ্গ সরকারের হাতত বন্দি কৈলাশ কোচ ডাঙোরিয়াক এই আলোচনা প্রক্রিয়াত সামিল করেবার কথা কোওয়া হয়।