জীবানুনাশক স্প্রে

নিউজ ডেস্ক,ক্রান্তি: ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্রান্তি বাজার এলাকার নিকাশি নালার উপর ম্যালেরিয়া ,ডেঙ্গু উপদ্রব থেকে রেহাই পেতে আগাম প্রশাসনের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে করা হল।
এদিন ক্রান্তি বাজারের এবং সংলগ্ণ এলাকায় চারিদিকে গ্রাম পঞ্চায়েত ভেক্টর বোন ডিজিস কন্ট্রোল টিমের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে করা হলো।

ক্রান্তি ভেক্টর বোন ডিজিস কন্ট্রোল টিম সুপারভাইজার ইমাম হাসান জানালেন আমরা ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার নালা , নর্দমা, জমা জলে জীবাণুনাশক স্প্রে করছি এবং শুধু বাজার এলাকায় নয় ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সংসদে আমরা এ কাজ করতেছি।

এ বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জিজ্ঞেস করা হলে ,তিনি জানালেন ক্রান্তি ব্লক অধীন ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ম্যালেরিয়া ও ডায়রিয়া প্রভাবিত এলাকা ,তাই প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসেবে জীবাণুনাশক নালা, নর্দমা এবং যেখানে জল জমে থাকে সেই সমস্ত জায়গায় স্প্রে করা হচ্ছে। 

ক্রান্তি বাজারের স্থানীয় বাসিন্দা রাজেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে, তিনি প্রশাসনে এহেন উদ্যোগকে ধন্যবাদ জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *