জেএনইউ’র ঘটনার প্রতিবাদত কামাখ্যাগুড়িত তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১২ এপ্রিলঃ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এবিভিপি’র বিরুদ্ধত ছাত্রছাত্রীগিলার উপর হামলার অভিযোগ তুলি সরব হইল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার দুপুর বেলা সংগঠনের কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজ ইউনিটের পক্ষ থাকি বিক্ষোভ কর্মসূচি করা হয় । কলেজ গেটের সামনত এবং কলেজ হল্টত বিক্ষোভ কর্মসূচি করে সংগঠনের সদস্যলা। হাজির আছিল তৃণমূল ছাত্র পরিষদের কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজ ইউনিট সভাপতি সৌরভ দাস, সংগঠনের কো-অর্ডিনেটর সায়ন সাহা সদে অন্যান্য নেতৃত্বলা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র নিন্দা করে টিএমসিপি নেতৃত্বলা। এদিন কলেজ গেট থাকি কলেজ হল্ট পর্যন্ত মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যলা। টিএমসিপি নেতা সায়ন সাহা কন, ‘দিল্লির জেএনইউ’র ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করিসে এবিভিপি। এই ঘটনার জন্য হামরা বিজেপি আরোহ এবিভিপি-ক ধিক্কার জানাই।