জেলায় সাবলম্বন সংযোগ কেন্দ্রের উদ্বোধন
ময়নাগুড়ি, ১০ মে : ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগে মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক গোটা ভারতবর্ষ জুড়ে পাঁচটি রাজ্যের প্রায় ১০০ টি জেলায় স্বাবলম্বন সংযোগ কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ টি জেলায় এই সংযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই মতো বুধবার জলপাইগুড়ি জেলায় এই স্বাবলম্বন সংযোগ কেন্দ্র স্থাপন করা হল। এদিন জলপাইগুড়ি জেলার পাহাড়পুর জমিদার পাড়ায় এই কেন্দ্র এর সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন অজয় কুমার সিং, ডঃ ইন্দ্রনীল ঘোষ, ডঃ সোমা ব্যানার্জি, পঙ্কজ সরকার, সৌমিত্র পাল, আমজাদ আলী, শিবলু রায় সহ প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে এই প্রকল্প সম্বন্ধে আলোচনা করেন বিশিষ্ট অতিথিরা।