জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ সেরা থিমের পুরস্কার পেল ফালাকাটা মসলাপট্টি সার্বজনীন
বিদ্যুৎ কান্তি বর্মন, ফালাকাটা,১০নভেম্বর:সেভ ড্রাইভ সেভ লাইফ এ জেলার সেরা দুর্গা পুজোর থিম হিসেবে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সেরা পুরস্কার পেল ফালাকাটা মসলাপট্টি সর্বজনীন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ক্লাবের হাতে ট্রফি ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন আলিপুরদুয়ার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ। সাথে উপস্থিত ছিলেন জয়গার এসডিপিও এল ছেরিং ভুঠিয়া ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার। এই বিষয়ে ফালাকাটা মসলাপট্টি সর্বজনীন সম্পাদক শুভব্রত দে জানান জেলা পুলিশের পক্ষ থেকে এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত আনন্দিত, রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সফল করতে আমাদের এ বছরের এই উদ্যোগ।