জেলা প্রতিনিধিদের সন্মেলন
আব্দুল ওহাব,গাজোল: পশ্চিমবঙ্গ তৃনমূল কংগ্রেস নমঃ শুদ্র ও উদ্বাস্তু সেল মালদা জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হল গাজোল ব্লকের অন্নদাশঙ্কর সদন ভবনে । এই সম্মেলন অনুষ্ঠান সভাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু ছেলের সভাপতি সঞ্জয় বল , তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের মালদা জেলা সভাপতি জয়দেব সমাজদার , পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভীন, রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের সহ-সভাপতি জয়ন্ত সরকার , গাজোল ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি অরবিন্দ ঘোষ ,গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা সভাপতি সাগরিকা সরকার প্রমূখ।
মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে গাজোল ব্লক সমস্ত কর্মীদের নিয়ে দলকে চাঙ্গা করে নির্বাচন করতে হবে, এছাড়াও জানান রাজ্যের তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তুর সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজোল ব্লকের পাট্টা বেশ কিছু রয়েছে। আগামী দিনে এসব গুলো বিলি করা হবে বলে জানান। এ ধরনের উন্নয়ন কর্মসূচি করে চলেছেন।