জেলা সন্মেলন নাথুয়ার চড়ে
অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের জেলা সম্মেলন বুধবার অনুষ্ঠিত হয় রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত নাথুয়ার চড়ে। সম্মেলন এর সূচনা করেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি রঞ্জিত সরকার। মতুয়াদের গুরু হরিচাঁদ কালাচাঁদ ঠাকুরের মন্দিরের শিলান্যাস করলেন অল ইন্ডিয়া মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। বুধবার সন্ধ্যায় রাজগঞ্জের নাথুয়া চড়ে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই মন্দিরের শিলান্যাস করেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এসটি এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস এবং অন্যান্যরা। রঞ্জিত বাবু বলেন এই এলাকার ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে।
রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট