ঝটিকা সফরে ধূপগুড়ি আসলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়

নিজ খবরিয়া,ধূপগুড়ি: ধূপগুড়িতে সাংসদের একাধিক কর্মসূচি রয়েছে। শনিবার সকালে ধূপগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের নির্যাতিতা কিশোরীর বাড়িতে যান সাংসদ। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জয়ন্ত রায় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে জানান, “এটা নিত্যনৈমিত্তিক ঘটনার মতো চলছে। প্রশাসন নিষ্ক্রিয় কোন কাজ করতে পারছে না। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব আমরা।”

এরপর ধূপগুড়ি থানায় গতকাল গ্রেপ্তার হওয়া এবিভিপি সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন ধূপগুড়ি আই সি এর সঙ্গে।

এরপর ধূপগুড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডে যান তিনি । সেখানকার এক যুবতীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ধূপগুড়ি হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ একপ্রকার বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন যুবতী।সেখানে গিয়ে সাংসদ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এমনকি ধূপগুড়ির বিএমওএইচ এর বদলির কথা বলেন ।

এরপর ধূপগুড়ি সব্জি ব্যবসায়ী সমিতির ছোট্ট একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাংসদ জয়ন্ত রায় এর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য কুড়ি হাজার টাকা তুলে দেওয়া হয়।

জানা গেছে এরপর সাংসদ ডাঃ জয়ন্ত রায় বারঘরিয়া, গাদং ১, গাদং ২ গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *