ঝড়ের দাপটে গাছ পড়লো ঘরে, পালিয়ে বাঁচলেন ৩
ক্ষীরোদা রায়, ধূপগুড়ি: ঝড়ের দাপটে ভাঙলো গাছ, গাছ ভেঙে পড়লো বাড়ির ওপর। গাছ ভেঙে পড়ায় সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি। বৃহস্পতিবার সকাল এগারোটায় ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া গ্রামের ভীমের হাটে বিধবা মহিলার ঘর ভাঙলো ঝড়ের দাপটে।বৃহস্পতিবার সকাল এগারোটার সময় ঝড় হয় ধুপগুড়ি সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অংশে। ঝড় চলাকালীন সময়ে ঘরের ভেতর ছিলেন বাড়ির মালকিন পার্বতী রায় অধিকারী। বিধবা পার্বতী দেবী তার তিন মেয়েকে নিয়ে বাস করেন। ঝড় চলাকালীন সময়ে ঘরের ওপর গাছ পড়ে যায়। তারা ঘর থেকে পালিয়ে বাঁচেন। গাছ পড়ায় ভেঙে যায় ঘরের কংক্রিটের খুঁটি, দুমরে মুচড়ে যায় টিনের চাল। বৃষ্টির জল পড়তে থাকে ঘরের মেঝেতে। স্থানীয়রা জানান, দিনমজুরি করে তিন মেয়েকে নিয়ে সংসার চালান পার্বতী দেবী। ঝড়ের প্রকোপে সম্পূর্ন বাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তিত পার্বতী দেবী সহ পাড়া প্রতিবেশীরা। স্থানীয় মানুষ পার্বতী দেবীর বাড়ি সংস্কারের জন্য প্রশাসনের কাছে সাহায্য দাবি করেছেন। এদিকে ঝরের প্রকোপে ওই এলাকা সহ পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন রায় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার থেকে সাহায্যের জন্য চেষ্টা চালানো হচ্ছে।