ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
ময়নাগুড়ি, ৮ আগস্ট : সাত সকালে বাড়ির পাশের এক সুপারি গাছের ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। জানাযায় মৃত ওই ব্যক্তির নাম চন্দন অধিকারী। তার বয়স ৩৮ বছর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ২ নং গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি ছিলেন চন্দন অধিকারী। কাজ করেই নিজের সংসার চালাতেন। ব্যবসার জন্য কোনো মাক্রফাইনেন্স কোম্পানি থেকে প্রায় ১ লক্ষ টাকার ঋণ নেন। কিন্তু গত তিন সপ্তাহ থেকে তিনি কোনো কিস্তি দিতে পারছিলেন না। পরিবারের অভিযোগ, সেই কোম্পানির এজেন্ট এসে চন্দনকে বলেন যে তার মৃত্যু সার্টিফিকেট জমা দিলে তার ঋণ মুকুব হয়ে যাবে। অভিযোগ, এরপর থেকেই বাড়িতে মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু সোমবার রাত থেকেই চন্দন অধিকারী নিখোঁজ হয়ে যায়। সারারাত খোঁজা খুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশেই এক সুপারি গেছে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, চন্দন অধিকারীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন ওই কোম্পানির এজেন্ট। এই বিষয়ে ইতিমধ্যেই তারা থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।