ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক,ফালাকাটা:সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যে ছড়ালো এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভুটকি হাট এলাকায়। প্রথমে মায়ের নজরে পড়ে ছেলের ঝুলন্ত দেহ। মৃতের নাম রাজু দাস, বয়স ২৩ বছর। এক তরতাজা যুবকের এরকম মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শংকর দাসের ছেলে রাজু মোবাইল দোকান করতেন। শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে আসেন রাজু। খাওয়া দাওয়া করে দাদার সঙ্গে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তার মা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন। হঠাৎ তার নজরে পরে বাড়ির একটি ফাঁকা ঘরে তার ছেলের দেহ ঝুলছে। মায়ের চিৎকার শুনে পরিবার ও প্রতিবেশীরা ছুটে এসে ওই ঘটনা দেখে অবাক হয়ে যান। মৃতের বাবা শংকর দাস বলেন, ৪ সদস্যের তাদের ছোট সংসার। পরিবারে কোনও অশান্তি নেই। কিন্তু তার ছোট ছেলের এমন ঘটনা হলো কেন তা বুঝতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।