ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়
নিউজ ডেস্ক, জলপাইগুড়ি: বুধবার দুপুরে বাঁশ ঝাড়ের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা এলাকায়। এদিন গ্রামের এক বাসিন্দা ওই বাঁশ ঝাড়ে বাড়ির প্রয়োজনে বাঁশ কাটতে গেলে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যান। তিনি আশেপাশের লোকজনকে ডাকেন। ঘটনা জানাজানি হতে এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে গন্নার স্থলে পৌছায় পুলিশ। আত্মহত্যা না অন্য কিছু তদন্ত করে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।