ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য মালদা এলাকায়
নিউজ ডেস্ক,মালদা:রহস্যজনক অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার রেলস্টেশন সংলগ্ন এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রফুল্ল ব্যাপারী (৬২)। তার বাড়ি বামনগোলা থানার পাকুয়া এলাকায়। কিন্তু বাড়ি থেকে অন্তত কুড়ি কিলোমিটার দূরে এসে ওই ব্যক্তি কেন আত্মহত্যা করতে গেল তা নিয়েও পুলিশকে ভাবিয়ে তুলেছে। গাজোল রেলস্টেশন সংলগ্ন একটি জঙ্গলের মধ্যে গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে কিছু মানুষ কাজে যাওয়ার সময় ওই ব্যক্তির ঝুলন্ত দেহটি দেখতে পাই।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে শনিবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি । পেশায় সবজি ব্যবসায়ী ওই ব্যক্তির নিজের কাছে থাকা গামছা দিয়েই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।