টানা বৃষ্টিতে জলমগ্ন চোপড়ার বেশ কিছু এলাকার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে
সুবল গোপ, চোপড়া:- টানা বৃষ্টিতে জলমগ্ন চোপড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। শনিবার চোপড়া উচ্চতর বিদ্যালয়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে চোপড়া গ্রাম পঞ্চায়েত এবং চোপড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে গোটা চোপড়া জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির জলে রাস্তা ঘাট এবং অনেক বাড়িতে জল ঢুকেছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চোপড়া হাই স্কুলের ত্রান শিবিরে থাকা খাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৬ কিলো করে চাল ও একটি করে ত্রিপল দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চোপড়ার বিডিও জুনেইদ আহমেদ জরুরি পরিষেবার জন্য টিম গঠন করেছেন। যাতে ব্লকের ৮ টি অঞ্চলের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো যায়। এদিনের ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ, হানিফ মহম্মদ প্রমুখ।