টিয়া পাখি উদ্ধার
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা : ফালাকাটা শহরের অরবিন্দু পাড়া থেকে টিয়া পাখি উদ্ধার করল বন দপ্তর।রবিবার পিপাস ফর এনিমেলস ফালাকাটা ইউনিটের সহযোগিতায় ফালাকাটা শহরের অর্বিন্দু পাড়ার একটি বাড়ি থেকে অবৈধ ভাবে খাঁচাবন্দি একটি টিয়া পাখি উদ্ধার করে জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের কর্মীরা।