টেবিল টেনিস খেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমি।
খেলাধুলার প্রশিক্ষণে শহরকে আরো এগিয়ে নিয়ে যেতে এবং শহরের বুকে আরো উন্নত মানের ক্রীড়াবিদদের তৈরি করতে উদ্যোগী শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমি।এদিন এবিষয়ে একাডেমি সচিব শিবনাথ গাঙ্গুলী বলেন, শহরে প্রথম টেবিল টেনিস খেলার এবং খেলোয়াড়দের উন্নতি সাধনের জন্য শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতে প্রশিক্ষণের জন্য আনা হয়েছে স্টেগ আমেরিকাস ব্ল্যাক টপ টেবিল টেনিস বোর্ড। এই উন্নতমানের বোর্ডে প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড় আরো বেশি টেবিল টেনিস খেলায় আগ্রহ প্রকাশ করবে তেমন, তেমনি প্রশিক্ষন হবে অগ্রগতিশীল।মূলত কিছুদিন আগেই দেখা গিয়েছে খেলোয়াড়দের শরীর চর্চার কথা মাথায় রেখে পৃষ্ঠ পোষক ডাঃ সন্দীপ সেনগুপ্তের তত্ত্বাবধানে প্লেয়ার ওয়েলফেয়ার এন্ড রিহ্যাব সোসাইটি তরফে শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতে শুরু হয়েছে স্বাস্থ্য শিবির ক্রীড়া দীপ্তির। মূলত শহর এবং শহরের টেবিল টেনিস একাডেমীর নজরে অলিম্পিক ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা এবং সেই কথা মাথায় রেখেই রবিবার এই আমেরিকাস ব্ল্যাক টপ টেবিল টেনিস বোর্ডের উদ্বোধন করা হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিশিষ্ট সমাজসেবী তথা ক্রিকেটের উৎপল ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী এসপি সিং সালুজা, একাডেমির সচিব শিবনাথ গাঙ্গুলি, ক্রীড়া প্রেমী অখিল বিশ্বাস, ওয়ার্ড কাউন্সিলর কুন্তল রায় সহ বহু বিশিষ্ট্ ব্যক্তিত্বরা।