টোটো এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:মঙ্গলবার টোটো এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম টোটো চালক। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, টোটো টি নয়ারহাট বাজার থেকে চাটামপাড়ার দিকে আসার সময় পানিগ্রাম এলাকায় অপরদিক থেকে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে টোটো চালক রঞ্জিত বর্মন (৪৭) গুরুতর জখম হয়। আহতকে উদ্ধার করে কোচবিহারের এমজেএন মেডিক্যালে নিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ। গাড়ি দুটিকে আটক করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।