টোটো দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী
নিউজ ডেস্ক,মালদা,৮ নভেম্বর : টোটো দৌরাত্ম। অতিষ্ঠ শহরবাসী। প্রতিদিন ইংরেজবাজার শহরে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার টোটো। নেই কোন নিয়ম। যাত্রী তুলতে যেকোনো জায়গায় দাঁড়িয়ে পড়ছে চলন্ত টোটো। মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। কখনো বাইকের সঙ্গে ধাক্কা কখনো পথ চলতি মানুষকে ধাক্কা। টোটো দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী।
এক শহরবাসী বিট্টু কুন্ডুর অভিযোগ, নিয়ম মেনে চলে না টোটো। টোটো দৌরাত্ম্যে যেকোনো সময় ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের এই বিষয়টি দেখা উচিত। নিয়ম মেনে টোটো চললে সুবিধা হবে সকলের।