ট্রাক ও বাইকের মুখমুখি সংঘর্ষে মৃত বাইক চালক
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ১৪ এপ্রিল :- শুক্রবার বিকাল ৫.৩০ নাগাদ একটি ট্রাক এবং মোটর বাইকের মুখমুখী সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম টিটন দাস (২১)। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের ফালাকাটা কোচবিহার ৩১ নং জাতীয় সড়কের গুমানী হাট এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল প্রায় ৫.৩০ নাগাদ ফফালাকাটা থেকে কোচবিহার অভিমুখে একটি মোটর বাইক যাচ্ছিল এবং কোচবিহার থেকে ফালাকাটা অভিমুখে একটি ট্রাক আসছিল । গুনানী হাট এলাকায় আসলে মোটর বাইক এবং ট্রাকটির মধ্যে মূখমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনায় ছিটকে রাস্তায় পরে যায় বাইক আরোহী এবং মোটর বাইকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর জখম বাইক আরোহীকে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আরো জানা যায়, মৃত যুবকের নাম টিটন দাস (২১), বাড়ী মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রামে । অপর দিকে ঘাতক ট্রাকটি পালানোর চেষ্টা করলেও নিউ চেংড়া বান্ধা নাকা চেক পোস্ট এলাকায় ট্রাকটিকে আটক করে পুলিশ। ঘটনায় গুমানী হাট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয়দের জটলায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে পুলিশ।