ট্রাফিক পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান
জয়দেব গোপ, চোপড়া: ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং চোপড়া থানা ট্রাফিক পুলিশের আয়োজনে সোমবার দুপুরে চোপড়া বাসস্ট্যান্ডে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপরে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি হেমন্ত কুমার শর্মা, ট্রাফিক অফিসার বি সুব্বা সহ চোপড়া থানার অফিসার গণ। চোপড়া থানা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানান, পথ দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ সাধারণ মানুষকে বোঝানোর জন্য একটি সচেতনতা মূলক প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই প্রচারে লোকপ্রসার প্রকল্পের আওতাধীন লোক শিল্পীরা সচেতনতা মূলক গান এবং পথনাটক এর মাধ্যমে প্রচারে অংশ নিয়েছেন। এদিন চোপড়া ব্লকের সোনাপুর সবুজ অবুজ নাট্য গোষ্ঠীর শিল্পীরা গান ও পথ নাটকের মাধ্যমে প্রচার করেন । সেফ ড্রাইভ সেভ লাইফ এর পাশাপাশি শিল্পীরা করোনার ওপরেও সচেতনতার উপরেও গান প্রচার করেন। শিল্পীদের মধ্যে কমলা কান্ত রায়, সুবোধ রায়, বিশ্বনাথ বসাক, সুবাস রাম, দুলাল রায় ও মনোজ সিংহ অংশগ্রহণ করেন। পথ নাটক ও গান পরিচালনা করেন প্রবীণ লোক শিল্পী সুবল গোপ। সুবল বাবু জানান, মানুষ মানুষের জন্য, তাই আমরা লোক শিল্পীরা ডাক পেলে গান ও পথ নাটকের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারে অংশগ্রহণ করে আসছি। সচেতনতার বার্তা আমাদের গানের মাধ্যমে সাধারণ মানুষকে দিতে পেরে আমরা শিল্পীরা ভীষণ খুশি ।