ট্রাফিক পুলিশের সচেতনতার উদ্যোগ
নিউজ ডেস্ক,মালদা: মালদা শহরের ট্রাফিক সমস্যা সমাধান ও সাধারণ মানুষকে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিল জেলা ট্রাফিক পুলিশ। মালদা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ও যে সমস্ত জায়গায় ট্রাফিক সিগনাল রয়েছে সেখানে রাস্তার ওপর স্টপ ও সাধারণ মানুষের হেঁটে পারাপারের জন্য জেব্রাক্রসিং তৈরির কাজ শুরু হলো ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। রবিবার মালদা শহরের গুরুত্বপূর্ণ রথবাড়ি মোড় এলাকায় ট্রাফিক সিগন্যালের নিচে স্টপ ও জেব্রা ক্রসিং লিখার কাজ শুরু হয়। মালদা শহরের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক সিগন্যাল থাকলেও সাধারণ বাইক আরোহী ও গাড়িচালকেরা অনেক সময় অমান্য করে চলে যায়। সিগন্যাল দেখে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। সিগনালের নির্দিষ্ট জায়গায় সাধারণ মানুষকে দাঁড় করানোর জন্য রাস্তার ওপর স্টপ লেখার কাজ শুরু করলো জেলা ট্রাফিক পুলিশ।