ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচার
নিউজ ডেস্ক,দিনহাটা:
বাইক রেলির মধ্যে দিয়ে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা সাহেবগঞ্জ থানার ট্র্যাফিক পুলিশের, উপস্থিত ট্র্যাফিক ওসি। বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে চৌধুরীহাট বাজার থেকে বামনহাট, সাহেবগঞ্জ হয়ে আবারোও চৌধুরীহাট পর্যন্ত এই বাইক রেলি শেষ হয়। সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাইক চালক, গাড়ি চালক এবং সাধারন মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি পালন করে সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশ। এদিন এই কর্মসূচির বিষয়ে ট্র্যাফিক ওসি তরণী কুমার সিংহ বলেন সর্বদা হেলমেট পরে বাইক চালান, গাড়ি চালালে সিট বেল্ট লাগান, ট্রাফিক আইন মেনে চলুন, বাইক বা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যাবহার করবেননা সেইসব বিষয়ে সকলকে সচেতন করতেই আজকের এই বাইক রেলি বলে জানান তিনি।