ডলি বর্মনের হত্যাকারিলার শাস্তির দাবিত ধিক্কার মিছিল রায়গঞ্জত
রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উজ্জোগত ডলি বর্মনের হত্যাকারিলার শাস্তির দাবিত ধিক্কার মিছিল অনুষ্ঠিত হইল রায়গঞ্জত।আজি শনিবার সইন্ধ্যাত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের স্টেট বাস স্ট্যান্ড থাকি ঘড়িমোর অবধি মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলত হাজির ছিলে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির গড়েয়া ননীগোপাল রায়,মাড়েয়া শ্যামাপদ রায় সুদে মানীগুনি মানষি আরহ প্রতিবাদিলা।উল্লেখ্য বিতাকালি শুকুরবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাও এর গাঙ্গুয়া গ্রাম থাকি ডলি বর্মন নামে এক নাবালিকা চেংড়ির মরা দেহা উদ্ধার হয়।চেংড়ির পরিবারের অভিযোগ কাহ নাবালিকা চেংড়িক ধর্ষণ করি খুন করিচে।এই নিয়া কালি দিনভর এলাকাত আউকাশন দেখা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেইল্লা পুলিশ মজুত রাখা হয়। এরপরও বেগতিক পরিস্থিতি হলে পুলিশ লাঠিচার্জও করে।এতে কিছু মানষি ঘায়েল হয়।এরই প্রতিবাদে আজি রায়গঞ্জত রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উজ্জোগত খুনীলার শাস্তির দাবিত ধিক্কার আরহ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।