ডা۔কেশব বলিরাম হেডগেওয়ারজির জন্মজয়ন্তী
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: উত্তরবঙ্গ ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী সেবা সমিতির উদ্যোগে নজরুল সরনী শিলিগুড়িতে পালন করা হয়।
প্রথমে প্রদীপ জ্বালিয়ে ভারত মাতার প্রতিকৃতিতে ও
ডাক্তার জির প্রতিকৃতিতে মাল্যদান।পরে একে একে
বিশিষ্ট বিখ্যাত বিশ্বজয়ী পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী বিশিষ্ট ব্লগার সংস্থার সহ-সভাপতি পল্লব দে সংস্থার যুগ্ম সম্পাদক পাওয়ার লিফটার শ্যামল বিশ্বাস সংস্থার সভাপতি বিমলকৃষ্ণ বণিক প্রমূখ।
সকলেই অত্যন্ত নিষ্ঠার ও শ্রদ্ধার সহিত ভারত মাতার চরণে পুষ্পার্ঘ্য অঞ্জলি অর্পণ ও ডাক্তার জির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম এলাকার বহু লোক উদ্দীপনা সহিত আনন্দ ভোগ করেন।
অমৃত বাণী পাঠ করা হয়।
আজকের দিনটি উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়।
আজ বর্ষ প্রতিপদ উৎসব ও হিন্দু নববর্ষ
বিক্রম সম্বত۔ ২০৭৯
কলি যুগাব্দ ৫১২৪
আজকের দিনে বিক্রম সম্বত সাল গণনা শুরু
এমনিভাবে কলি যুগাব্দ শুরু হয়
ডা۔জির ১৩৩ তম জন্মদিন পালন করা হয় ডা۔জির উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয় !
পরে ভারতীয় রীতি মেনে এলাকার সকলের মধ্যে মিষ্টান্ন(পায়েস /ক্ষীর ) বিতরণ করা হয় !
নতুন বৎসরের ও জন্মদিনে এলাকার মানুষ সাধুসন্তদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা যায়
সবশেষে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।