ডাংধরি মাও বাহিনীর পূর্ণাঙ্গ কমিটি গঠন হইল
কোচবিহার : ডাংধরি মাও বাহিনীর পূর্ণাঙ্গ কমিটি গঠন হইল।রবিবার কুচবিহারের রেডক্রস সোসাইটি ভবনত আলোচনা সভার মৈধ্য দিয়া ২৩ ঝানক নিয়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।জানা গেইসে ,কমিটির গড়েয়া করা হইসে মঞ্জুরানীবর্মা ঢোকা গড়েয়া অপর্ণা সেন কার্জি , মারেয়া পর্ণা কার্যীক করা হইসে। এদিনার সভাত উপস্থিত আছিলেন বিভাগের অধ্যাপক নিখিলেশ রায়,বানেশ্বর সারথীবালা কলেজের অধ্যক্ষ নরেন্দ্রনাথ রায়, রতন বর্মা, মৃদুল নারায়ন ,জগদীশ দাস সোদে অইন্যানলা।