ডাকাত দলের তিন পান্ডাকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: রবিবার গভীররাতে ফুলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় ১২-১৪জনের একটি দল ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ একটি অভিযান চালিয়ে তিন জনকে আটক করে ।ধৃতরা হলেন বাপ্পা সাহানীবাড়ি সিপাই পাড়া,চেতন পাসওয়ান বাড়ি ভাষা এলাকার বাসিন্দা ও লাল্টু দাস হাতিয়া ডাঙ্গার বাসিন্দা বলে জানা গেছে ।ধৃতদের থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।