ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালিত হল ‘ন্যাশনাল প্রেস ডে’
শিলিগুড়ি, ১৬ নভেম্বর: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে সম্মান জানিয়ে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালিত হল ন্যাশনাল প্রেস ডে ।
গণতন্ত্র রক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকেরা। কিন্তু সেই দায়িত্ব পালনের পথে, নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। তাই ১৯৬৬ সালে ৪ জুলাই প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। ১৬ নভেম্বর থেকে অফিসিয়ালি কাজ শুরু হয়। শুরু হয় এক নতুন পথ। আর তারপর থেকে প্রতি বছর ১৬ নভেম্বর দেশ জুড়ে পালিত হয় ন্যাশনাল প্রেস ডে । নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে গিয়ে অনেক সাংবাদিক শহীদ হয়েছেন। প্রথমে সেই শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালিত হল ন্যাশনাল প্রেস ডে। অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল মিডিয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি অর্জুন বর্মন সকল সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়ে বিশেষ দিন উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের জেলা যুগ্ম সম্পাদক চিন্ময় রায় সহ অ্যাসোসিয়েশনের নানা পদাধিকারী এবং এসোসিয়েশনের সাংবাদিকরা।