ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি খতিয়ে দেখল প্রতিনিধি দল
সুব্রত রায়, ডুয়ার্স: পর্যটন কেন্দ্রগুলোর অবস্থা দেখতে ডুয়ার্সে আসলো ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধি দল । গতবছর থেকে করোনার কারণে পর্যটক শূন্য ডুয়ার্স। যেকারণে মুখ থুবড়ে পড়েছে ডুয়ার্সের পর্যটন ব্যাবসা। আর যেকারণে রিসোর্ট মালিকদের পাশাপাশি বিভিন্ন ট্রাভেল এজেন্টরাও ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। যদিও বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই ফের স্থানীয় পর্যটকরা আসছেন তবে বহিরাগত পর্যটকদের সেই হিসাবে দেখা মিলছে না।আর এইসময় ডুয়ার্সের পর্যটনকেন্দ্রগুলো কেমন অবস্থায় আছে, কতটা স্বাস্থ্যবিধি মেনে রিসোর্ট ও পর্যটনকেন্দ্রগুলো চলছে তা খতিয়ে দেখার জন্য ট্রাভেল এজেন্ট এসোসিয়েসন অফ বেঙ্গলের ১৮ জনের একটি প্রতিনিধি দল ডুয়ার্সে আসলো। জানা গেছে
এই অবস্থায় এই প্রতিনিধি দল বিভিন্ন পর্যটন কেন্দ্র সহ রিসোর্ট পরিদর্শন করার জন্য ডুয়ার্সে এসেছে। যাবতীয় দিক খতিয়ে দেখে তারা কলকাতায় ফিরে সেখান থেকে পর্যটক পাঠানোর ব্যবস্থা করবে। সেইসাথে ডুয়ার্সের নতুন নতুন পর্যটন কেন্দ্র গুলোকেও পর্যটকদের কাছে তুলে ধরা হবে।
এদিকে প্রতিনিধি দল সব অবস্থা খতিয়ে দেখে পর্যটক পাঠানোর কথা বলায় খুশি রিসর্ট মালিকরা।