ডেঙ্গু দমনে নালা-নর্দমায় গাপ্পী মাছের পোনা ছাড়া হল করনদিঘীতে

বিশ্বনাথ সিংহ,করনদিঘী:ডেঙ্গু দমনে গাপ্পী মাছের পোনা ছাড়া হল করনদিঘীতে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘীর ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক বিজয় মোক্তান গ্রামীন সম্পদ কর্মী বা ভিআরপির সুপারভাইজারদের হাতে ৫ হাজার করে গাপ্পী মাছের পোনা তুলে দেন।করনদিঘী ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্ধ জলাশয়,নালা-নর্দমা যেখানে মশার উপদ্রব সৃষ্টি হয় সেখানে গাপ্পী মাছের পোনা ছাড়া হয়।উল্লেখ‍্য বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকার গ্রামীন সম্পদ কর্মী দ্বারা চিহ্নিত জায়গাতেই সুপারভাইজারের সাহায‍্যে আজ গাপ্পী মাছের পোনাগুলি মশার লার্ভা ধ্বংসের জন‍্য বন্ধ জলাশয়ে ছাড়া হয়।বর্ষার মরসুম শেষ হলেও মশার উপদ্রব যে বেড়েছে সেকথা স্থানীয় মানুষও স্বীকার করে নিচ্ছেন।লার্ভা দমনে বাড়ি বাড়ি লার্ভা সাইট স্প্রে করলেও গাপ্পী মাছ দেওয়াতে কিছুটা বাড়তি উপকার পাওয়া যাবে বলে ভিআরপি সুপারভাইজার গৌতম কুমার সিংহ জানিয়েছেন।করনদিঘী ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক বিজয় মোক্তান জানিয়েছেন – করোনা আবহে ডেঙ্গি প্রবনতা যাতে কোনোমতে দেখা না দেয় সেজন‍্য লার্ভা সাইট স্প্রে সাথে বন্ধ জলাশয়ে গাপ্পী মাছ ছাড়া হল।ডেঙ্গু নির্মূল করাই হল আমাদের মূল লক্ষ‍্য।এজন‍্য সকলকে বাড়ি চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *