ডেহুচি করোনা পজিটিভ ব্যক্তি হোম কোয়ারেন্ট নেই, ঘুরে বেড়িয়েছেন, বিয়েবাড়ি থেকে ব্যঙ্কে
তন্ময় দাস, হেমতাবাদঃ করোনা রিপোর্ট পজিটিভ, পুলিশের তরফে জানানো হয় হোম কোয়ারেন্ট থাকতে হবে কিন্তু কে শোনে কার কথা এ যেনো মামার বাড়ি আবদার দিব্বিসে ঘুড়ে বেড়াচ্ছেন সব জায়গায় কখনো ব্যঙ্কে তো কখনো মার্কেটে ঘটনাটি ঘটেছে জেলার হেমতাবাদ ব্লকের ডেহুচি এলাকায়। পজিটিভ ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা বর্তমানে তিনি সাইন্ড ও মাইক ব্যবসা সাথে যুক্ত।
গত কাল থেকে বিভিন্ন জায়গায় দেখা যায় তাতেই আতঙ্কিত স্থানীয়রা হেমতাবাদ রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কেও ঘোড়া ঘুড়ি করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ততক্ষণে পালিয়ে যাই করোনা আক্রান্ত ব্যক্তি৷৷৷৷ পুলিশ সুত্র জানা যায় ডেহুচি ওই ব্যক্তি করোনা পজিটিভ তাকে হাসপাতালে বলা হলে তিনি লিখিত অঙ্গীকার করেন হোম কোয়ারেন্ট থাকবেন এর পর বেশ কিছু জায়গায় ঘুরে বেরিয়েছেন খবর পেয়ে খোঁজ খবর নেওয়া হয় কিন্তু তিনি গাঁ ঢাকা নিয়ে দেন পরে তার বাড়ি থেকে নিয়ে সারি হাসপাতালে ভর্তি করানো হয় আক্রান্ত ওই ব্যক্তি যেখানে গিয়েছিলো ওই এলাকায় সেনিটাইজার করা হয়েছে
উল্লেখ্য গত কাল ব্যঙ্ক থেকে ওই করোনা আক্রান্ত ব্যক্তি পালিয়ে স্থানীয় শিতলপুর গ্রামের বিয়েবাড়ি যোগদান করেন সেখানে সাউন্ড বক্সে ভাড়ার কাজ করতেন খবর জানা জানি হতেই প্রায় শতাধিক মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে
বিষয়টি হেমতাবাদ থানার ওসি দিলিপ রায় কে জানানো হলে বিষয়টি নজরে রাখার আশ্বাস দেন