ড্রাগস অভিযান অব্যাহত
নিউজ ডেস্ক,কাছাড়: পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত।পূর্ব সোনাইয়ে জোড় কদমে ড্রাগস বিরোধী অভিযান শুরু করেছে কাছাড় পুলিশ। এদিন এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের পুলিশ সুপার জানান মঙ্গলবার দুপুর থেকে সোনাই এবং কচুদরম এলাকার হাতিখালে বিভিন্ন এলাকায় নেশার কারবারীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে পুলিশ।অভিযান চলাকালীন পুলিশ সুপার নুমুল মাহাতো ও অতিরিক্ত পুলিশসুপার সুব্রত সেন কচুদরমে ছুটে যান।পুলিশ সুপার জানিয়েছেন সোনাই এবং কচুদরম থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে হেরোইন এবং একটি এলটো গাড়ির বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করা হয়েছে নজরুল হক ও একলাস উদ্দিনকে। দুইজনের ঘর নতুন রামনগর।এই দুজনকে আটক করার পর কচুদরম চতুর্থ খন্ড এলাকায় এক কুখ্যাত ড্রাগস মাফিয়ার বাড়িতে শুরু হয়েছে অভিযান।গোপন তথ্যের ভিত্তিতে সোনাই থানার অফিসার ইনচার্জ মানস হেন্ডিক ও কচুদরম থানার অফিসার ইনচার্জ ফণীন্দ্ৰ নাথ দলবল নিয়ে হানা দেন কচুদরম ৪র্থ খণ্ডে।যার মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও পাচ হাজার ইয়াবা টেবলেট জব্দ করা হয়।যার বাজারমূল্য ১৪ কুটি টাকা।এ অভিযানে কাছাড় পুলিশ বৃহৎ সাফল্য পায়।এর সঙ্গে জড়িত থাকা পাচার গ্যাঙের লোকেদের খোঁজ চলছে।পুলিশ সুপার আরো বলেন এই ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।