তপোবন হোমের দুঃস্থ বাচ্চাদের পাশে দাঁড়াল কুমারগ্রাম ব্লক প্রশাসন
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৪ জানুয়ারি: কুমারগ্রাম ব্লকের মধ্য কামাখ্যাগুড়ির তপোবন হোমের দুঃস্থ বাচ্চাদের পাশে দাঁড়াল কুমারগ্রাম ব্লক প্রশাসন। শনিবার দুপুরে ব্লক প্রশাসনের উদ্যোগে হোমের বাচ্চাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের মিষ্টিমুখ করানো হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা প্রমুখ। কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার বলেন, ‘ওই হোমের বাচ্চারা পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হোমের ২০০ জন বাচ্চার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং তাদের মিষ্টিমুখ করানো হয়েছে।’