তরুণ নৃত্যশিল্পীর স্মৃতিতে দুস্থদের শীতবস্ত্র বিতরণ বিতরণ
ময়নাগুড়ি, ১৭ নভেম্বর: মঙ্গলবার ময়নাগুড়ি ও ধুপগুড়ি ব্লকের প্রায় ১৫০ জনের হাতে কম্বল বিলি করলেন ময়নাগুড়ি ব্লকের বটতলার বাসিন্দা তথা স্কুল শিক্ষক অধীর চন্দ্র মন্ডল। জানা যায় অধীর চন্দ্র মন্ডলের একমাত্র সন্তান চন্দ্রচূড় মন্ডল গত বছর অক্টোবরে পূজার আগে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়। উল্লেখ্য প্রয়াত চন্দ্র চূড় মন্ডল ছিলেন এক প্রতিভাধর তরুণ নৃত্যশিল্পী। কলেজ পাঠরত অবস্থায় সে জলা ছাত্রযুব উৎসবে রবীন্দ্র নৃত্যে জেলায় প্রথম স্থান অধিকার করে। এরপর নৃত্যের প্রশিক্ষণ নিতে যোগদান করেন ডোনা গাঙ্গুলীর নৃত্য একাডেমীতে। কলকাতায় পরাশুনার পাশাপাশি ডোনা গাঙ্গুলীর একাডেমিতে সে নিয়মিত ভরতনাট্যম নৃত্যের তালিম নিতেন দক্ষিনী ভরতনাট্যম নৃত্যশিল্পী সুজাতা রামালিঙ্গমের কাছে। ভরতনাট্যমে ছিল তার নিপুন অধিকার যার ফলে সে জি বাংলার মহিষাসুর মর্দিনীতে নৃত্যশিল্পী হিসেবে যোগদান করেন গত বছর দূর্গাপূজার আগে। কিন্তু পূজার কয়েকদিন আগে আকস্মিক জ্বরে আক্রান্ত হয়ে তরুণ বয়সে বাবা মায়ের কোল খালি করে না ফেরার দেশে পাড়ি দেন এই প্রতিভাধর নৃত্যশিল্পী। তার এই আকস্মিক মৃত্যকে মেনে নিতে পারেনি তার বাবা মা। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার পরিজন সহ প্রতিবেশীরা। সেদিন তার বিদায় বেলায় চোখের জলে তাকে বিদায় জানান হাজার হাজার মানুষ। তাই উত্তর বঙ্গের এই তরুণ নৃত্যশিল্পীর স্মৃতিকে সতত উজ্জ্বল করে রাখতে গরীব দূঃস্থদের ব্যাবস্থা করেন পিতা অধীরচন্দ্র মন্ডল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনোজ রায়, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সামসেবী সুপ্রিয় গুহ,বরিষ্ঠ নাগরিক নফর আলি, হায়দার আলি, শিক্ষক পার্থপ্রতিম রায় প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।