তাপমাত্রা ৫২ ডিগ্রির আশেপাশে, অসহ্য গরমের কারণে মৃত্যু ৫০০ বেশি হজযাত্রীর
প্রচন্ড গরম, অসহ্য গরমের কারণে মক্কায় হজে মৃত্যু পাঁচশোরও বেশি তীর্থযাত্রীর। হজ যাত্রীরা বেশিরভাগই মিশরের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া বেশ কিছু রয়েছেন ইরান ও জর্ডনের। সোমবার মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫১.৮। অসহ্য গরমের কারণে মৃত্যু হয়েছে তীর্থযাত্রীদের। অসহ্য গরমের কারণে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশ তীর্থযাত্রী হলেন মিশরের। একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে সোমবার দিন মক্কার মূল মসজিদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫১.৮, ৫২ ডিগ্রি আশেপাশে ছিল তাপমাত্রা। সৌদি আরবের প্রশাসনিক সূত্র মারফত খবর মিলেছে চলতি বছরে মোট তীর্থযাত্রীর সংখ্যা ১৮ লক্ষ। যার মধ্যে ১৬ লক্ষ তীর্থযাত্রী হলেন বাইরের।