তাপস-রাজেশকে শ্রদ্ধা এবিভিপির
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির দড়ভিটা কান্ডে নিহত দুই যুবককে শ্রদ্ধা জানাল ধূপগুড়ির এবিভিপি শাখা। এদিন তারা তাপস বর্মন এবং রাজেশ সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও একটি স্মরণসভার আয়োজন করে।
জানা গিয়েছে, তাদের মৃত্যুর পর বছরের এই দিনটি অর্থাৎ ২০ সেপ্টেম্বরের দিনটিকে তারা ভাষা দিবস হিসেবে পালন করে থাকেন। এদিন ধূপগুড়ির এই স্মরণ সভায় উপস্থিত ছিল এবিভিপির সদস্যবৃন্দরা। এবিভিপির দাবি, উর্দু আগ্রাসনের বিরোধিতা করার জন্য দড়ভিটায় শহীদ হয়েছেন রাজেশ এবং তপন। আর এই দুইজনকে শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রতি বৎসর এবিভিপির পক্ষ থেকে এই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি এবং এবিভিপি।