তিন দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল
ময়নাগুড়ি, ১০ অক্টোবর : পৃথক কামতাপুর রাজ্য, জনজাতি করণ এবং ভাষার স্বীকৃতির দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুক্রবার এই তিন দফা দাবিতে ময়নাগুড়ি বিডিও অফিস সহ উত্তরবঙ্গ, আসাম, বিহারের বিভিন্ন এলাকায় এই ডেপুটেশন দেওয়া হয়। এদিন সংগঠনের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকার কে এল ও চিফ জীবন সিংহ এবং কে এল ও কেএন ডি এল কোচকে শান্তি আলোচনার জন্য ডেকে এনে এখনো সম্পন্ন করছেন না। অবিলম্বে অর্থাৎ পঁচিশ সালের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে উত্তরবঙ্গ, আসাম এবং বিহারে বৃহত্তর আন্দোলনে নামবে এই সংগঠন। এমনই হুশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

 
				 
					 
										
									 
										
									