তিরিশ টাকাতে কোটিপতি
ক্ষীরোদা রায়, ধূপগুড়ি: সকালে ছিল ঔষধের ব্যবসায়ী, দুপুরে হয়া গেইলেন কোটিপতি। ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোড়া ১ অঞ্চলের বাঙ্কুবাজার এলাকার বাসিন্দা পেশায় ঔষধ ব্যবসায়ী উমাচরণ রায় এক কোটি টাকা লটারিত জিতার খবর পেয়া আচম্বিত হয়া গেইসে।
সোমবার সাকালে দোকানের বগলত লটারি কাউন্টার থাকি নাগাল্যান্ড রাইজ্যের ৩০ টাকার লটারি কিনেন ঔষধ ব্যবসায়ী উমাচরণ রায়। দুপুরে লটারির দোকানদার উমাচরণ রায়’ক খবর দেয় এক কোটি টাকা জিতিসেন উমাচরণ বাবু। কোটিপতি হবার খবর শুনার পরেই আনন্দে উমাচরণের চোখু থাকি টোপোস টোপোস করি জল পরে। উমাচরণ রায় কন, লটারির টিকিট কিনা উমার অভ্যাস। এইদিন খবর শুনি খুশি হন বাড়ির সগায়। এই টাকা দিয়া কি কি করিম এলাঙ ভাবং নাই। এইদিন লটারিত পুরস্কার জিতার পর টিকিট সংস্থার মইধ্য দিয়া পরিবারের নিরাপত্তার ব্যাপারে ধূপগুড়ি থানাত যোগাযোগ করেন।