তিস্তাত নৌকাডুবি, উদ্ধার করা হইল ৭ জনক, সুস্থ আছে সগায়, জানাইল মন্ত্রী গৌতমদেব

নিউজ ডেস্ক, জলপাইগুড়ি, ২০ জুলাইঃ

সোমবার সইন্ধ্যার সময় ভরা তিস্তাত নৌকাডুবির ঘটনাত নিখোঁজ হয় ৭ জন। এই ঘটনাটা ঘটিছে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের চ্যাংমাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাত।

নিখোঁজ মানষিলার প্রত্যেকের বাড়ি চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের শান্তির মোড় এলাকাত৷ ঘটনার খবর পায়া তাড়াতাড়ি ঘটনাস্থলত পৌঁছায় সিভিল ডিফেন্স, পুলিশ, ব্লক প্রশাসনের কর্মী আরহ আধিকারিকলা। তিস্তাত স্পিড বোট নামায়া তল্লাশি শুরুর চেষ্টা করা হইলেও অন্ধকার হওয়াতে তল্লাশি অভিযান শুরু করিতে দেরি হয়। স্থানীয় সূত্রত জানা যায় ৭ জন ছিল ওই নৌকাত। পাহাড়ত লাগাতার বৃষ্টি আর গাজলডোবা তিস্তা ব্যারেজ থাকি জল ছাড়ার বাদে এলা ফুলি উঠিসে তিস্তা।

মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহুয়া গোপ জানায়, এইদিন বিকালে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের শান্তি মোড় এলাকার বাসিন্দা সোনু মিস্ত্রির নৌকাত করি এলাকার মোট ৭ জন গোরু দেখাশুনার বাদে তিস্তা নদীর ভক্তের চড় এলাকাত যায়। ফিরি আসার সময় তিস্তার জলের স্রোতত নৌকা খান ডুবি যায়। ওই নৌকাত থাকা ৭ জন যাত্রীও নদীত ভাসি যায়৷ সেই সময় তিস্তা নদীত থাকা অইন্য নৌকার যাত্রীলা প্রথম এই নৌকাডুবির ঘটনা দেখির পায়।

সুনীল মিস্ত্রি, দীপক দাস, হরলাল দাস, দীপক দাস, কানন দাস, অধীর দাস, সূর্য মন্ডল নৌকাত ছিল। প্রত্যক্ষদর্শীলার মতে, যেইভাবে তিস্তাত এইদিন নৌকাডুবির ঘটনা ঘটিছে, তাতে নিখোঁজ মানষিলার বাচি থাকার সম্ভাবনা কম।

এইদিক ঘটনার পর এলাকাত বেশ চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর ছড়ায়া পরিতেয় ওই এলাকাত শয়ে শয়ে মানষি ভিড় জমায়। এলাকাত জেলা প্রশাসনের উচ্চপদস্ত কর্তা আরহ জনপ্রতিনিধিলা পৌঁছি যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী গৌতম দেবও ঘটনাস্থলত পৌছায়। মন্ত্রী জানান সাত জনকে উদ্ধার করা হইসে। সগায় এলা সুস্থ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *