তিস্তা ক্যানেলের জলে তলিয়ে যাওয়া ব্যক্তির পুনরায় উদ্ধার কার্য শুরু হল সোমবার সকাল থেকে

সুবল গোপ, চোপড়া:-

গতকাল চোপড়া এলাকার তিস্তা ক্যানেলের জলে তলিয়ে যাওয়ার ২৪ ঘন্টা পেরিয়েও উদ্ধার হল না দেহ। পুনরায় শুরু হয়েছে উদ্ধারকাজ। রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের টুনিখারী এলাকায় তিস্তা ক্যানেলের জলে তলিয়ে যাওয়া ব্যক্তির পুনরায় উদ্ধার কার্য শুরু হল সোমবার সকাল থেকে। এদিন সকাল থেকে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম এর ডিজেস্টার ম্যানেজমেন্ট গ্রুপ( DMG ) র SAP 10 ব্যাটালিয়ন তাদের বোর্ড নিয়ে ও ডুবুরি দিয়ে ক্যানেলের জলে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার হয় নি। উদ্ধার কার্য দেখতে ক্যানেলের দুই পাশে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। চোখের জল নিয়ে অধীর আগ্রহে ক্যানেলের পারে বসে রয়েছে পরিবারের লোকেরা। উদ্ধার কার্য তদারকি করছেন চোপড়া থানার পুলিশ এবং DMG (SDRF এর ASI সুকেশ সরকার।

জানা গেছে তলিয়ে যাওয়া ব্যক্তির নাম আজিজুর রহমান বয়স ৬৫ বাড়ি মাঝিয়ালি অঞ্চলের টুনি খারী গ্রামে। জানা গেছে তার পরিবারে স্ত্রী চার ছেলে এবং এক মেয়ে রয়েছে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সকাল দশটা নাগাদ চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের টুনি খারি গ্রামের বাসিন্দা আজিজুর রহমান বাড়ির সামনে তিস্তা ক্যানেল এর বাঁধের উপর দিয়ে গরু দেখতে যাওয়ার সময় পা ফস্কে ক্যানেলের জলে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে চোপড়া থানার আইসি ঘটনাস্থলে পৌঁছান এবং ডুবুরি ডেকে জলে অনুসন্ধান চালান । কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। তাই সোমবার পুনরায় সকাল থেকে উদ্ধার কার্য শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *