তিস্তা ক্যানেল থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃ ত দেহ

ফুলবাড়ি,১০ জুলাই ঃ
ফুলবাড়ির তিস্তা ক্যানেল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মৃ ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি থেকে গাজলডোবা যাওয়ার পথে ছোবাভিটা এলাকার তিস্তা ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে তিস্তা ক্যানেল মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃতদেহটি গজোলডোবার দিক থেকে ভেসে ফুলবাড়ির দিকে যাচ্ছিলো।
মৃ ত দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। অনুমান করা হচ্ছে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মৃত দেহটি ৫ থেকে ৬ দিনের হতে পারে এমনটাই অনুমান করছেন উদ্ধারকারীরা।
খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এসে মৃত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। যদি ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
