তুলে দেওয়া হলো বন দপ্তরের টাস্ক ফোর্স, বিশেষ দায়িত্ব হারালেন রেঞ্জার সঞ্জয় দত্ত
সুব্রত রায়, জলপাইগুড়ি: স্পেশাল টাস্ক ফোর্স পদটি তুলে দেওয়া হলো। বুধবার বন দপ্তরের তরফে এই পদটি তুলে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য বেশ কিছুদিন আগে অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলেটিক জলপাইগুড়ির স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। অভিযোগ ওঠে ফাঁসানো হয়েছে স্বপ্না বর্মনকে। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল জলপাইগুড়ি সহ গোটা রাজ্য। রাজবংশী বেশ কয়েকটি সংগঠন এই নিয়ে আন্দোলনে নেমেছিল। স্বয়ং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছিলেন। এরপর টাস্ক ফোর্সের দায়িত্ব থেকে সড়িয়ে দেওয়া হয় সঞ্জয় দত্তকে। অনেকের মতে সেই কারণেই এই পদটি তুলে দেওয়া হয়েছে। যারফলে এখন একজন রেঞ্জার হিসাবে দায়িত্ব পালন করবেন সঞ্জয় বাবু। উল্লেখ্য স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সিকিউরিটি সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযান চালাতে পারতেন। যার মাধ্যমে এতদিন অভিযান চালিয়েছিলেন সঞ্জয় বাবু। কিন্তু পদটি তুলে দেওয়ার ফলে এখন আর সেই সমস্ত সুবিধা পাবেন না সঞ্জয়বাবু। এখন একজন রেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করতে হবে সঞ্জয় দত্তকে। উল্লেখ্য ২০১৭ সালে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় চোরাচালান রুখতে স্পেশাল টাস্কফোর্স পদটি তৈরি করা হয়েছিল।রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, উত্তরবঙ্গের একটি রেঞ্জারকে প্রধান করে নিয়ে এই পোস্টটি ক্রিয়েট করা হয়েছিল। তবে সেই রেঞ্জার এখন যেহেতু টান্সফার হয়েছেন। তাই পদটি তুলে দেওয়া হল। যারা ওই এস টি এফ টিমের সঙ্গে যুক্ত ছিল তাদের সকলকে তাদের আগের কাজের জায়গায় যোগ দিতে বলা হয়েছে। তবে আগামীতে আরো বড় ভাবে এই এসটিএফ টিম গঠন করার চিন্তাভাবনা রয়েছে।”